স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গাসহ সারাদেশে ডিজেল তেলের মূল্যবৃদ্ধির কারণে দূরপাল্লার বাসের টিকেটের মূল্য বৃদ্ধি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে এ মূল্য বৃদ্ধি কার্যকর করা হয়েছে। ডিজেল তেলের দাম লিটার প্রতি ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা ধার্য করেছে সরকার। চুয়াডাঙ্গা থেকে রাজধানী ঢাকাসহ দূরপাল্লার পরিবহনে টিকেট প্রতি ১০০ টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। ঢাকাগামী বাসের প্রতিটি টিকেটের মূল্য ৪৫০ টাকা। এখন তা বেড়ে ৫৫০ টাকা করা হয়েছে। তবে, লোকাল বাসের টিকেটের মূল্য বৃদ্ধি করা হয়নি। পরিস্থিতি দেখে ব্যবস্থা নেয়া হবে। চুয়াডাঙ্গা জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি মো. সালাহ উদ্দিন বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরিবহনে কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছে। আমরা একাত্মতা প্রকাশ করেছি।
চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক একএম মইনুদ্দিন মুক্তা বলেন, আন্তঃজেলা বাস মিনিবাসের টিকেটের মূল্য বৃদ্ধি করা হয়নি। তবে, ঢাকার বাসের টিকেটের মূল্য টিকেট প্রতি ১০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। সরকারি হিসেবে ঢাকাগামী বাসের টিকেটের মূল্য ৫৫৬ টাকা।