চুয়াডাঙ্গা জেলা পরিষদের ৮নং ওয়ার্ডে সদস্যপদে প্রতীক বরাদ্দ আজ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্যপদে পাঁচ প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করা হয়েছে । গতকাল মঙ্গলবার প্রার্থীদের এ তালিকা প্রকাশ করা হয়। আজ বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। প্রার্থীরা হলেন বৈদ্যনাথপুরের মিজানুর রহমান, যাদবপুরের আসাদুল ইসলাম, হারদীর শেখ তাজনুর হাসান, চকবন্ডবিলের আবু ছিদ্দিক টেগর এবং কুমারী গ্রামের আব্দুর রাজ্জাক ফারাজী। জেলা পরিষদ উপ-নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেমদ বলেন, আগামী ১০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৫ প্রার্থীর মনোনয়নপত্র চুড়ান্ত হয়েছে এবং প্রতীক বরাদ্দ হবে আজ।
প্রসঙ্গত : চুয়াডাঙ্গা জেলা পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য হাটবোয়ালিয়া গ্রামের আসাবুল হক ঠান্ডু সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

Comments (0)
Add Comment