স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে ১০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে ৫ জনের পজিটিভ, ৫ জনের নেগেটিভ।
শনিবার শনাক্ত হওয়া ৫ জনের মধ্যে আলমডাঙ্গা উপজেলা শহরের কলেজপাড়ার ১জন, গোবিন্দপুরের চাল ব্যবসায়ী একই পরিবারের তিনজন ও পাইকপাড়ার একজন। এ দিয়ে চুয়াডাঙ্গা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৯ জন। শনিবার সুস্থ হয়েছেন ১৫ জন। এ দিয়ে মোট সুস্থ হলেন ২শ ২৭ জন।
আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ২১ জন। বাকি ১শ ১৮ জন হোম আইসোলেশন তথা নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগ ৭১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া ল্যাবে প্রেরণ করা হয়েছে।