স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য মিরাজুল মোল্লাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত পরশু সোমবার দিনগত রাতে পৌর এলাকার হাজরাহাটি মশাল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি চোরাই এপাচি আরটিআর মোটরসাইকেল। মামলাসহ গতকাল তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃত চোর চক্রের সদস্য মিরাজুল মোল্লা (২৮) চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি নতুন হাইস্কুল পাড়ার সাইদুল মোল্লার ছেলে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত পরশু সোমবার দিনগত রাত পৌনে ২টার দিকে সদর থানা পুলিশ জানতে পারে, চুয়াডাঙ্গা পৌরসভাধীন হাজরাহাটি মশাল মোড় এলাকায় চোরাই মোটরসাইকেল কেনা-বেচার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির টিএসআই মাসুম বেল্লা, সদর থানার এসআই হাসানুজ্জামান, এএসআই আরাফাত শেখ সঙ্গীয় ফোর্সসহ হাজরাহাটি মশাল মোড়ে অভিযান চালান। অভিযানকালে একটি এপাচি আরটিআর মোটরসাইকেলসহ আটক করা হয় হাজরাহাটি নতুন হাইস্কুল পাড়ার মিরাজুলকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজুল জানায় মোটরসাইকেলটি চোরাই এবং বিক্রির জন্য সে ওখানে অবস্থান করছিলো। এ সময় চুরির সাথে জড়িত বেশ কয়েকজনের নামও জানায় সে। পরে আটককৃত মিরাজুলের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়। গতকাল মঙ্গলবার ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।