চুয়াডাঙ্গায় নতুন ১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার: সোমবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে আরও ৩২ জনের করোনা পরীক্ষার রিপোর্ট আসে। এদের মধ্যে ১২ জনের পজিটিভ হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪জন ও দামুড়হুদা উপজেলার ৮জন।

চুয়াডাঙ্গায় সোমবার যে ১২ জন কোভিড-১৯ রোগী হিসেবে শনাক্ত হয়েছেন এদের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ৪জন হলেন, মহিলা কলেজপাড়ার ১জন, সরোজগঞ্জের ১জন, কোর্টপাড়ার ১জন ও পিডাবলুডি অফিসের ১জন। দামুড়হুদা উপজেলার ৮ জনের মধ্যে দশমীর ৩জন, রঘূনাথপুরের ১জন, আশা অফিসের আরও ১জন, নতুন হাউলির ২জন ও বিষ্ণপুরের ১জন। এ দিয়ে চুয়াডাঙ্গায় মোট করোনা শনাক্ত হয়েছে ৮শ ৬৮ জন। সোমবার আরও ১৫ জন সুস্থ হয়েছেন। এ দিয়ে মোট সুস্থ হলেন ৪শ ৩৭ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ৪৩ জন। বাড়িতে চিকিৎসাধীন ৩শ ৭১ জন। সোমবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ আরও ৮৪ জনের নমুনা সংগ্রহ করেছে। স্বাস্থ্য বিভাগসূত্র বলেছে, প্রতিদিনই করোনা পরীক্ষার জন্য সর্দি কাশি জ্বর নিয়ে হাসপাতালে ভিড় জমাচ্ছেন মানুষ। সংক্রমণ বেড়েই চলেছে। তবে চুয়াডাঙ্গা জেলা শহরে যে হারে ছোড়াচ্ছিলো ছোঁয়াছে তা কিছুটা হলেও কমেছে।

 

 

Comments (0)
Add Comment