স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে আরিফ হোসেন মালিক নামের ৫০ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার সকাল ৯টার দিকে রাজশাহীগামী কপোতক্ষ এক্সপ্রেসে কাটাপড়েন তিনি।
নিহত আরিফ হোসেন মালিক চুয়াডাঙ্গা জেলা শহরের রেলপাড়ার মৃত নবি মল্লিকের ছেলে। আরিফ হোসেন মালিক মুদি দোকান দিয়ে ব্যবসা করতেন। শুক্রবার সকালে তিনি তার স্ত্রীকে সাথে নিয়ে প্রাতভ্রমণ করেন। সকাল ৯টার দিকে বাড়ির অদূরবর্তী রেললাইনের নিকট গিয়ে ট্রেনে কাটা পড়েন। কীভাবে তিনি ট্রেনে কেটেছেন তা নিশ্চিত হয়ে জানা না গেলেও স্থানীয়দের ধারণা দায় দেনায় জড়িয়ে তিনি ট্রেনের নেচে ঝাপিয়ে পড়ে আত্মহত্যা করে থাকতে পারেন। অবশ্য পরিবারের সদস্যরা তেমন কিছু মন্তব্য করেননি। চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমোতি নেয়ার প্রক্রিয়া চলছে।