দামুড়হুদা অফিস:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক্টরের টলি চাপাপড়ে চালক হুসাইন আলি (২৬) এর মৃত্যু হয়েছে। হুসাইন আলি উপজেলার কাদিপুর গ্রামের মৃত মহাব্বত আলির ছেলে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা বাসষ্ট্যান এলাকার মাসুম মর্টস এর সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাক্টরের টলির সমস্যা দেখাদিলে ট্রাক্টর চালক হুসাইন আলি ট্রাক্টরসহ টলিটি মাসুম মর্টরএ নিয়ে আসে। সকাল সাড়ে ১০টার দিকে সে টলিতে হাইড্রলিক জগ লাগিয়ে তার নিচে বসে মেরামতের কাজ করছিল। এসময় হঠাৎ করে জগটি স্প্রিং কেটে গিয়ে টলিটি নিচে নেমে গেলে নিচে থাকা চালক হুসাইন চাপাপড়ে।
স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উৎপলা বিশ্বাস তাকে মৃত ঘোষনা করেন। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।