চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস পরিস্থিতি ভয়াবহ : আরও শনাক্ত ৪৬

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলায় করোনা সংক্রমণ ব্যাপকতা পেয়েছে। প্রায় প্রতিদিনই চক্রবৃদ্ধিহারে বাড়ছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। জেলায় আরও ৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা শহরেই বেশি।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগসূত্রে জানা গেছে, নতুন ৪৬ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ২৯ জন, আলমডাঙ্গা উপজেলায় ৯জন, দামুড়হুদা উপজেলায় ৫জন ও জীবননগর উপজেলায় ৩জন। এ দিয়ে জেলায় মোট ৪৪৬ জন করোনা রোগী শনাক্ত হলো্। এদের মধ্যে মারা গেছেন ৬ জন। সুস্থ হয়েছেন আড়াইশর কাছাকাছি। ঢাকায় রেফার্ড করা হয়েছে দুজনকে। সোমবার (২০ জুলাই)  যে কজনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে এদের মধ্যে ৪৮ জনের কোভিড-১৯ পজিটিভ হলেও দুজনের পুনঃপরিক্ষার রিপোর্ট। ফলে নতুন শনাক্ত ৪৬ জন।

বিস্তারিত পৃথক প্রতিবেদনে (চুয়াডাঙ্গায় আরও শনাক্ত ৪৬ : গণহারে ছড়ানোর শঙ্কা )

 

Comments (0)
Add Comment