চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত আরও ২ জন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমছে প্রতিদিন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ জন। জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৪১২ জন। বৃহস্পতিবার কুষ্টিয়া থেকে এ সংক্রান্ত রিপোর্ট চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে আসে। ২১ জনের নমুনা পরীক্ষা করে চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার ২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এর হলেন চুয়াডাঙ্গা সদরের ভুলটিয়া গ্রামের একজন ও আলমডাঙ্গা উপজেলায় একজন করোনা রোগী সনাক্ত হয়েছেন। সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ১০৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১২৫৩ জন। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা জেলায় নিয়ন্ত্রণে রয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্যবিভাগ।

Comments (0)
Add Comment