স্টাফ রিপোর্টার: চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান বিপিএম করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার পরীক্ষার জন্য নমুনা দেন। মঙ্গলবার তার রিপোর্ট পজিটিভ আসে।তিনি চুয়াডাঙ্গা পুলিশ সুপার হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
মঙ্গলবার (৩০ জুন) এই প্রতিবেদন পাওয়া গেছে বলে জেলার সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ জানান, পুলিশ সুপার মাহবুবুর রহমান ঢাকায় পুলিশ হাসপাতালে চিকিৎসা নেবেন। চাঁদপুরে এ পর্যন্ত ৮৫৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে অর্ধশতাধিক পুলিশ সদস্য রয়েছেন। আর জেলায় মোট মারা গেছেন ৫৭ জন। এছাড়া করোনাভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি-কাশিতে শতাধিক লোকের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
মাহবুবুর রহমান চুয়াডাঙ্গা পুলিশ সুপার হিসেবে দায়িত্বপালন অবস্থায় তিনি চাঁদপুরের পুলিশ সুপার পদে বদলির আদেশ পান। চুয়াডাঙ্গা থেকে তিনি চাঁদপুর পুলিশ সুপার হিসেবে দায়িত্বগ্রহণ করে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। পুলিশ সুপার মাহবুবুর রহমানের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেছেন দৈনিক মাথাভাঙ্গা পরিবারসহ জেলার অনেকে।