স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গার বেগমপুর কেরুজ বাণিজ্যিক খামারের অদূরবর্তী বাঁশ বাগানের নিচ থেকে পুলিশ পরিচয়ে গাঁজা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গাঁজা কেনার নাম করে ঝাঁঝরি গ্রামের সাব্বির সহযোগিদের সাথে করে এ ঘটনা ঘটিয়েছে বলে জনশ্রুতি রয়েছে।
জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাঝরি গ্রামের খোকনের ছেলে সাব্বির আহম্মেদ ১ কেজি গাঁজা লাগবে বলে তিতুদহ ইউনিয়নের ছোট সলুয়া গ্রামের জনৈক এক যুবককে বলে। সাব্বিরের কথামতো জনৈক ওই যুবক শুক্রবার রাত ৯টার দিকে ছোটসলুয়া গ্রামের স্কুল পাড়ার জনৈক মাদক বিক্রেতার নিকট থেকে ১ কেজি গাঁজা নিয়ে ঝাঝরি গ্রামের দিকে যাচ্ছিলো। এসময় জনৈক ওই যুবক কেরুজ বেগমপুর বাণিজ্যিক খামারের অদূরবর্তী বাঁশ বাগানের নিকট পৌঁছুলে সাব্বির তার নিকট থেকে গাঁজার পুটলি হাতে নিতেই পুলিশ পরিচয়ে অপরজন হাজির হয়ে যায়। পুলিশের কথা শুনে যুবক গাঁজা ফেলে পালিয়ে যায়। পরে ওই যুবক জানতে পারে সাব্বির বেগমপুর কলোনিবাজার পাড়ার নজরুল ইসলামের ছেলে চিহ্নিত মাদককারবারী শাহিনকে সাথে নিয়ে পুলিশ পরিচয়ে নাটক সাজিয়ে গাঁজা ছিনতাই করেছে। রাতের আঁধারের ঘটনা হলেও পরে বিষয়টি জানাজানি হয়ে পড়ে। উল্লেখ্য, ঝাঝরি গ্রামের ছাব্বির মাদক কারবারের সাথে জড়িত থাকার কারণে নিজ গ্রাম ছেড়ে জীবননগর শাহাপুরে শ্বশুর শহর আলীর বাড়িতে ঘরজামাই থাকেন।