স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দোস্ত গ্রামে নেশা করে দলবল নিয়ে স্ত্রী ও শাশুড়ী পেটানোর অভিযোগ উঠেছে জামাই ইউসুপের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে মুখ খুললে পরিণাম ভালো হবে না বলেও শাসানো হয়েছে পরিবারের লোকজনকে।
অভিযোগে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রামের আমতলা পাড়ার মান্নানের ছেলে গরু ব্যবসায়ী প্রায় সময় মদ খেয়ে নেশা করে পার্শ্ববর্তী শ্বশুরবাড়িতে যান। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে শ্বশুর বাড়িতে না থাকার সুযোগে ইউসুপ মাতাল অবস্থায় কয়েকজনকে সাথে নিয়ে বাড়িতে ঢুকে এবং স্ত্রী নয়নতারাকে মারধর করতে থাকেন। একপর্যায় নয়নতারাকে চুল ধরে টেনে হেচড়ে বাড়ি থেকে বের করার চেষ্টা করলে শাশুড়ী তনুজা ঠেকাতে এলে তাকেও বিভিন্ন ভাষায় গালমন্দ করে এবং কিল ঘুষি মেরে আহত করে। এ ব্যাপারে বাড়ির কর্তা বাবু বলেন, একজন নেশাগ্রস্ত ছেলের কাছে মেয়ে দিতে পারি না। আজ তার বিরুদ্ধে মামলা করা হবে।