চুয়াডাঙ্গার ছয়ঘরিয়ায় অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রাম থেকে অজ্ঞাত এক কিশোরের (১২) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনার কোন রহস্য উদঘাটন করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। শনিবার (১২ই ডিসেম্বর) সকাল ১১টার দিকে ছয়ঘরিয়া গ্রামের একটি আখক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়া-বড়শলুয়া সড়কের ঢমপুল নামকস্থানে আখক্ষেতের পাশে অজ্ঞাত এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় পথচারীরা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় সদর থানা পুলিশ। চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ অফিসার আশরাফুজ্জামান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। লাশটি কেউ সনাক্ত করতে পারলে চুয়াডাঙ্গা সদর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Comments (0)
Add Comment