গাংনীতে সৎ মেয়েকে যৌন নির্যাতন মামলায় জামিন পেয়ে আরেক নারীকে ধর্ষণ

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ধর্ষণ মামলার পলাতক আসামি আবু তাহেরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার ধানখোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের বাগানপাড়ার মৃত ইসলাম আলীর ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিব জানান, কসবা গ্রামের এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে তার ভাই বাদী হয়ে গত ১৯ আগস্ট তাহেরের নামে গাংনী থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। এরপর থেকে আবু তাহের পলাতক ছিলেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, আবু তাহের ২০১৯ সালের ১৫ ডিসেম্বর তার ৫ বছরের সৎ মেয়েকে যৌন নির্যাতন করেন। এ ঘটনায় ওই দিনই মেয়েটির মা বাদী হয়ে গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। সম্পতি সেই মামলায় জামিন পেয়ে জেলা কারাগার থেকে বের হয়ে আসেন তাহের। পরে গত ১৯ আগস্ট প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ওইদিন রাতেই নির্যাতিত নারীর ভাই গাংনী থানায় তাহেরের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

 

Comments (0)
Add Comment