গাংনী প্রতিনিধি: দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় এবার প্রাণ হারালো সাদিক হোসেন (৭) নামের এক শিশু। সাদিক হোসেন গাংনী উপজেলার তেরাইল গ্রামের সম্রাট হোসেনের ছেলে। গতাকল শনিবার সন্ধ্যার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এর আগে দুপুরের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল বাজারের ওপর দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে মারাত্মক আহত হয় সাদিক হোসেন। স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ওসি জানান, সাদিক হোসেন রাস্তা পার হওয়ার সময় গাংনী থেকে বামুন্দীমুখী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। মুমূর্ষ অবস্থায় সাদিককে স্থানীয়রা উদ্ধার করে করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাদিক। এনিয়ে গত চারদিনে জেলার বিভিন্ন স্থানে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় ৪ জন প্রাণ হারালো।