গাংনী প্রতিনিধি: গোসল করতে গিয়ে নিখোঁজের সাড়ে তিন ঘন্টা পর শিশু আহসান হাবিবের (১০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি টিম। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে গাংনীর বামন্দী ফায়ার সার্ভিসের একটি টিম পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। আহসান হাবিব গাংনী উপজেলার জালশুকা গ্রামের আনিছেুর রহমানের ছেলে।
জানা গেছে, দুপুরে আহসান হাবিব তার সাথীদের সাথে গ্রামের হামিদুল ইসলামের পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। খোঁজাখুজি করে না পাওয়া গেলে আজিবর রহমান নামের এক যুবক ৯৯৯ ফোন করেন। হেল্প লাইনে দেয়া এ তথ্যের সূত্র ধরে বামন্দী ফায়ার সার্ভিসের একটি দল জালশুকা গ্রামে যায়। নিখোঁজ পরিবার ও গ্রামের মানুষ পুকুরে সন্ধান করতে তাদের অনুরোধ জানায়। ফায়ার সার্ভিস দলের সদস্যরা ওই পুকুরে নেমে সন্ধান করেন। দীর্ঘ সন্ধানের এক পর্যায়ে আহসান হাবীবের মরদেহ উদ্ধার করেন তারা।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, এ ব্যাপারে গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।