গাংনীতে গাঁজাসহ মাদককারবারি আটক

 

স্টাফ রিপোর্টার: গাংনীতে গাঁজাসহ মাদককারবারি আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার বেলা ৩টার দিকে গাংনী-কাথুলি সড়কের নওপাড়া গ্রামের জনৈক মফিজুলের বাড়ির সমনে থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা ও একটি পাখি ভ্যান উদ্ধার হয়। আটককৃত দেলোয়ার হোসেন সাঈদী (২৪)  গাংনী উপজেলার নওপাড়া গ্রামের সাহাব উদ্দীনের ছেলে।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সুলতান মাহমুদের নেতৃত্বে এএসআই আহসান হাবীব, এএসআই মাহাতাব উদ্দীন এএসআই হেলাল উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় নিয়মিত মামলা হয়েছে।

Comments (0)
Add Comment