দর্শনা অফিস ঃ কেরুজ চিনিকলের জেনারেল অফিসের অবসরপ্রাপ্ত অফিস সহকারী আ. জব্বার আর নেই। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না——রাজিউন)। দর্শনা পৌর শহরের আজমপুরের বিশিষ্ট সমাজ সেবক আ. জব্বার সকাল ৯ টার দিকে আকস্মিক আসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে দ্রুত নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান। আ. জব্বারের (৬০) মৃত্যু খবরে গোটা আজমপুরে নেমে আসে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। আছর বাদ আজমপুর ইটভাটা মাঠে জানাযার নামাজ শেষে আজমপুর গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। পিতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন সংবাদকর্মি সন্তান আফজাজুল হক বাদল।।