কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা অঞ্জনা (৪০) ও ছেলে ইফতিয়াজ (২২) নামে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টায় কুষ্টিয়া বটতৈল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কবুরহাট এলাকার নাজমুলের স্ত্রী অঞ্জনা এবং নিহতের বড় ছেলে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ফাইনাল ইয়ারের ছাত্র ইফতিয়াজ। এ ঘটনায় ছোট ছেলে ইফাদ (১০) আহত অবস্থায় গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালের কবুরহাট থেকে মোটরসাইকেলযোগে মা ও দুই ছেলে নানীর বাসা মোল্লাতেঘরিয়া নামক স্থানে যাওয়ার পথে এবং অপরদিকে ১০ চাকার একটি ট্রাক ঝিনাইদহ হতে পাবনা যাওয়ার পথে বটতৈল মোড় এলাকা পৌঁছামাত্রই মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক ইমতিয়াজ ঘটনাস্থলে মারা যান এবং ঘটনাস্থলে স্থানীয়রা দ্রুত এসে মা ও ছোট ভাইকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় নিহতের মা অঞ্জনা মারা যায়। বর্তমানে নিহতের ছোট ভাই ইফাদ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে হাইওয়ে ওসি মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং ঘটনাস্থলে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে তিনি জানান।