কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে সামিউল ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সদরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সামিউল উক্ত এলাকার টুটুল সর্দ্দারের ছেলে।
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.কে.এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাড়ীর পাশের ডোবার ধারে খেলছিলো সামিউল। পরে পরিবারের লোকজন তাকে না পেয়ে খুঁজতে শুরু করে। এসময় পরিবারের লোকজন দেখে পাশের ডোবার পানিতে সামিউলের মরদেহ ভাসছে। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
এ নিয়ে গত ২৪ ঘন্টায় কুষ্টিয়ার দুটি উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর করুন মৃত্যু হলো। এদের তিনজনেরই বয়স ৪-৭ বছরের মধ্যে।