কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় এমদাদুল হক (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুর হাইওয়ে ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত এমদাদুল হক ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার কালীশংকরপুর এলাকার তাছের বিশ্বাসের ছেলে। তিনি কুষ্টিয়ার হরিনারায়নপুর বাজারের ব্যবসায়ী।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে মোটরসাইকেলযোগে তার নিজ বাড়ী থেকে হরিনারায়নপুর বাজারে আসছিলেন এমদাদুল হক। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এমদাদুলের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসাপাতাল মর্গে প্রেরণ করে। তবে ঘাতক ট্রাক এবং চালককে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।