কুষ্টিয়ায় টোল প্লাজায় হামলার ঘটনায় ছাত্রলীগের তদন্ত কমিটি

 

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের কুমারখালীর মীর মশাররফ হোসেন সেতু টোলপ্লাজায় হামলার ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা ছাত্রলীগ। কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আতিকুর রহমান অনিক ও সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের তথ্য জানানো হয়। তদন্ত কমিটির সদস্যরা হলেন কুষ্টিয়া জেলা শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সৌরভ খাঁন ও যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ তুষার।

প্রসঙ্গত, শুক্রবার কুষ্টিয়া সরকারি কলেজের সামনে মুজিব চত্বরে শোকসভার আয়োজন করে জেলা ছাত্রলীগ। বেলা ১১টার দিকে ওই কর্মসূচিতে যোগ দিতে কুমারখালী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা শতাধিক মোটরসাইকেল নিয়ে রওনা দেন। কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের কুমারখালীর মীর মশাররফ হোসেন সেতুতে টোল চাওয়ায় টোলপ্লাজায় কর্তব্যরত কয়েকজন কর্মচারীকে ছাত্রলীগের নেতাকর্মীরা বেধড়ক পেটান। হামলার সিসিটিভি’র ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

Comments (0)
Add Comment