কুষ্টিয়ায় ছাত্রলীগের সাবেক নেতা পল্লব আটক

কুষ্টিয়া প্রতিনিধি: নানা অপকর্মে জড়িত ছাত্রলীগের সাবেক নেতা আমিনুর রহিম পল্লবকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে শহরের এনএস রোড থেকে পল্লবকে আটক করে গোয়েন্দা পুলিশ।  পরে দুপুরে কুষ্টিয়া মডেল থানায় তাকে হস্তান্তর করা হলে মামলা দায়ের পূর্বক তাকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলসহ নানা অভিযোগ ছিলো।

কুষ্টিয়া মডেল থানা সুত্র জানায়, থানা পাড়া এলাকার বাসিন্দা আমিনুর রহিম পল্লব আওয়ামী লীগ নেতাদের নাম ভাঙ্গিয়ে নানা অপকর্ম করে আসছিল। টেন্ডারবাজি, বাজার নিয়ন্ত্রণ ছাড়াও লোকজনকে হয়রানী করে অর্থ আদায় করে আসছিলো। পল্লবের নানা অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ হলে শহরে আলোড়ন তৈরি হয়। অভিযোগের সত্যতা পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল শহরের এন.এস রোড থেকে তাকে আটক করে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, ‘চাঁদাবাজিসহ নানা অভিযোগে পল্লবকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

 

Comments (0)
Add Comment