ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নতুন করে ১৫ জনের নমুনা কোভিড-১৯ পজিটিভ হয়েছে। এদিয়ে জেলায় করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত ব্যক্তির মোট সংখ্যা দাঁড়াল ২৬৪। ঝিনাইহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, শনিবার ( ৪ জুলাই) সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৬৩টি নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। এর মধ্যে ১৫ জনের করোনা ‘পজিটিভ’ হয়েছে। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৪ জন, কালীগঞ্জ উপজেলায় ৭ জন, শৈলকুপা উপজেলায় ২ জন ও মহেশপুর উপজেলায় ২ জন। জেলায় এ পর্যন্ত মোট সংক্রমিত ২৬৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৯৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৩ জন। ঝিনাইদহ জেলায় করোনায় এ পর্যন্ত ৫ জন মারা গেছেন।