কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ের মাছ ব্যবসায়ী বাবর আলী (৫৭) স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি ইদ্রিস ম-লের ছেলে। গত শুক্রবার স্ট্রোকে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রোববার বেলা সাড়ে ১২টার সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, নাতি, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মাগরিবের নামাজের পর বিভিন্ন শ্রেণিপেশার মুসল্লিদের উপস্থিতিতে জানাজা শেষে মরদেহের দাফনকার্য সম্পন্ন হয়। তিনি দীর্ঘ বছর কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ে মাছের ব্যবসার সাথে জড়িত ছিলেন।