কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই ট্রাক্টর চালকের জরিমানা

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাটি বহনকারী দুই ট্রাক্টর চালকের জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরের দিকে কার্পাসডাঙ্গা বাজারে অবৈধভাবে মাটি বহনকারী দুই ট্রাক্টর চালককে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সহযোগিতায় ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন ভ‚মি কর্মকর্তা সাদ আহম্মেদ ও অফিস সহায়ক আমির হোসেন।

 

Comments (0)
Add Comment