স্টাফ রিপোর্টার: সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাস আক্রান্তদের সেবা দিতেন সিনিয়র স্টাফ নার্স নাসিমা পারভীন। সেবা দিয়ে অনেককে বাঁচালেও করোনার কাছেই শেষপর্যন্ত আত্মসমর্পণ করলেন তিন সন্তানের জননী এই নার্সিং কর্মকর্তা। তিনি ঠাকুরগাও সদর উপজেলার আকচা গ্রামের জিন্নাত আলী মজুমদারের স্ত্রী।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৮টায় নিজের কর্মস্থল শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নার্সিং কর্মকর্তা নাসিমা শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি করোনাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক জানান, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আক্রান্তদের সেবা দিতে গিয়ে নাসিমা পারভীন নিজেও করোনা আক্রান্ত হন। বৃহস্পতিবার হাসপাতালে ভর্তির পরদিন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সোমবার দুপুরে নগরীর হযরত মানিকপীর (রহ.) টিলার কবরস্থানে নার্সিং কর্মকর্তা নাসিমা পারভীনের জানাযা ও দাফন করা হয়।
উল্লেখ্য, গত ২৯ মে করোনায় আক্রান্ত হয়ে শহীদ শামসুদ্দিন হাসপাতালের পুরুষ নার্স (ব্রাদার) রুহুল আমিন মারা যান। এই হাসপাতালে করোনা আক্রান্তদের সেবা দেওয়ার সময় তিনিও আক্রান্ত হয়েছিলেন। দেশে পুরুষ নার্সদের মধ্যে রুহুল আমিন প্রথম মারা গিয়েছিলেন।