মাথাভাঙ্গা মনিটর: ইস্টার সানডে উপলক্ষ্যে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি পর চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যে এবার তিনদিনের একটি যুদ্ধবিরতি পালনের ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। আসন্ন মে মাসের দ্বিতীয় সপ্তাহে এ যুদ্ধবিরতি পালন করা হবে। ক্রেমলিন সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও মিত্রদের বিজয়ের ৮০তম বার্ষিকী স্মরণ উপলক্ষ্যেই এ যুদ্ধবিরতির পালন করা হবে। বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় আগামী ৭ মে দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ১০ মে রাত ১২টা পর্যন্ত (মোট ৭২ ঘণ্টা) এ যুদ্ধবিরতি বলবৎ থাকবে। ইউক্রেনকেও এই যুদ্ধবিরতি যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়েছে রাশিয়ার পক্ষ থেকে। একই সঙ্গে, যদি ইউক্রেন এই যুদ্ধবিরতি ভঙ্গ করে, তাহলে রুশ বাহিনী ‘যথাযথ ও কার্যকর প্রতিক্রিয়া’ জানাবে বলেও সতর্ক করেছে ক্রেমলিন।