মেহেরপুর অফিস: মেহেরপুরে ঈদের নামাজ আদায়ে ঈদগাহে যাওয়ার পথে বজ্রপাতে আব্দুর রাজ্জাক (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ছোট ভাই মন্টু মিয়া (৫০)। গত মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনোহরপুর গ্রামের জমজ দুই ভাই আব্দুর রাজ্জাক ও মন্টু মিয়া গ্রামের ঈদগাহের নামাজ আদায় করতে যাচ্ছিলেন। সকাল থেকেই মেহেরপুর জেলা জুড়ে বজ্রসহ বৃষ্টি হচ্ছিলো। ঈদগাহে পৌঁছানোর আগেই বজ্রপাতে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন। আহত মন্টু মিয়া মেহেরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।