আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার মোচাইনগর গ্রামে পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। শিশু সিফাত আলী (২) আলমডাঙ্গা উপজেলার মোচাইনগর গ্রামের নওদাপাড়ার উজ্জ্বল আলীর ছেলে।
উজ্জ্বল আলী জানান, সিফাতের মা বাড়ির উঠানে ধান শুকাচ্ছিলেন। এ সময় খেলা করছিল সিফাত। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকরের পানিতে তার মরদেহ ভাসতে দেখেন। আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। এদিকে বাদ মাগরিব জানাজ শেষে গ্রামেরই কবরস্থানে সিফাতের দাফন সম্পন্ন করা হয়েছে।