আজ সন্ধ্যায় চুড়ান্ত হবে কে হচ্ছেন নৌকার মাঝি

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউপি নির্বাচনে আরও ৩জন মনোনয় পত্র সংগ্রহ করেছেন। সেই সাথে ১নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা প্রার্থী তার মনোনয়পত্র জমা দিয়েছেন। এখন পর্যন্ত চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ সদস্য পদে ২৯ জন এবং মহিলা সদস্য পদে ৭ জন প্রার্থী মনোনয়পত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে চেয়ারম্যান, মেম্বার (পুরুষ) ও মহিলা মেম্বার নিয়ে মোট ৩৯ প্রার্থী মনোনয়পত্র সংগ্রহ করেছেন। অপরদিকে ঢাকায় নৌকা প্রত্যাশার পাশাপাশি একে অপরের বিরুদ্ধে বিভিন্ন খুঁটিনাটি দোষত্রুটি তুলে ধরে অভিযোগ চালাচালি করছে বলে সূত্র জানিয়েছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার পর জানা যাবে কোন মাঝি পেলেন কাক্সিক্ষত নৌকা।
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনে গতকাল বুধবার আরও ৩ জন প্রার্থী রির্টানিং কর্মকতার নিকট থেকে মনোনয়পত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ২জন পুরুষ ও ১ জন মহিলা সদস্য রয়েছেন। এনিয়ে চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ সদস্য পদে ২৯ জন এবং মহিলা সদস্য পদে ৭ জন, মোট ৩৯ জন প্রার্থী মনোনয়পত্র সংগ্রহ করেছেন। গতকালই ১নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য তার মনোনয়পত্র জমা দিয়েছেন। এদিকে নৌকা প্রত্যাশিত চেয়ারম্যান প্রার্থীরা নৌকা পেতে ঢাকাতে অবস্থান করছে বলে দলীয়সূত্রে জানাগেছে। অপরদিকে প্রার্থীরা নৌকা পাবার পাশাপাশি একে অপরের বিরুদ্ধে অতীত বর্তমানের বিভিন্ন দোষত্রুটি তুলে ধরে নীতিনির্ধারনীদের নিকট অভিযোগপত্র দাখিল করার চেষ্টা চালাচ্ছেন বলে জানাগেছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটবে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার পর। তিতুদহ ইউনিয়নের একাধিক আ.লীগ নেতা কর্মী জানালেন, প্রতীক পাবার আগমুহূর্তে প্রার্থীরা একই সুরে কথা বললেও বরাদ্দ ফাইনাল হলে চিত্র পাল্টে যাবার সম্ভবনা রয়েছে। তাই সব প্রশ্নের উত্তর মেলাতে মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে আ.লীগের দলীয় নেতাকর্মীদের।

 

Comments (0)
Add Comment