ডেস্ক নিউজ:
বাড়িতে সয়াবিন তেল মজুত রাখার অপরাধে রুবেল হোসেন নামে চুয়াডাঙ্গায় এক দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ মার্চ) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম বলেন, অবৈধভাবে বাড়িতে সয়াবিন তেল মজুত রাখার অপরাধে রুবেল হোসেনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মজুত করা ৬২৮ লিটার সয়াবিন তেল বিক্রির জন্য তার দোকানে পাঠিয়ে দেওয়া হয়েছে।
নিউজরুম/ইউএম/১৩০৩-২২/১৯৫১