স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে পরীক্ষার সংখ্যা অনুপাতে সংক্রমণ শনাক্তের হার অনেকটাই কমেছে। সোমবার ২৮ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের কোভিড-১৯ পজিটিভ হয়। বাকিদের নেগেটিভ। সোমবার আরও ২৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ল্যাবে প্রেরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গায় নতুন ৪ জনের শনাক্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮শ ২৯ জন। সোমবার আরও ৫ জন সুস্থতার ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ হাজার ৬শ ৬০ জন। সরকারি হিসেবে জেলায় মৃত্যু ৫৪ জনের। তবে বেসরকারি হিসেবে আরও ৩ জন বেশি। নতুন সংক্রমিত ৪ জনের মধ্যে একজন চুয়াডাঙ্গা জেলা শহরের পোষ্ট অফিসপাড়ার বাসিন্দা। অপর তিন জনই জীবননগর উপজেলার। এদের মধ্যে একজন উথলীর, একজন সেনের খয়েরহুদার ও অপরজন আন্দুলবাড়িয়ার। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গায় সক্রিয় রোগী রয়েছেন ১১২ জন। এর মধ্যে ১০৩ জন বাড়িতে, ৪ জন হাসপাতালে ও ৫ জন চুয়াডাঙ্গার বাইরে চিকিৎসাধীন রয়েছেন। এ ৫ জনকে বিভিন্ন সময়ে ঢাকায় রেফার্ড করা হয়।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগসূত্রে জানা গেছে, বর্তমানে চুয়াডাঙ্গা সদর উপজেলায় সক্রিয় রোগী ৭২ জন। এর মধ্যে ৬৫ জন বাড়িতে, ৩ জন হাসপাতালে ৪ জন ঢাকায়। আলমডাঙ্গা উপজেলার ৭ জন সক্রিয় রোগীর সকলেই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। দামুড়হুদা উপজেলায় ১৯ জনের মধ্যে ১জন হাসপাতালে বাকি ১৮ জন বাড়িতে রয়েছেন। জীবননগর উপজেলার ১৪ জনের মধ্যে ১৩ জন বাড়িতে একজন রেফার্ড রয়েছেন।
প্রসঙ্গত: দেশে সোমবার দুপুরের পূর্বের ২৪ ঘণ্টায় ২৪ হাজার ১শ ৫২ জনের নমুনা পরীক্ষা করে ৪ হাজার ২শ ৭১ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১১২ জন। চুয়াডাঙ্গায় এ পর্র্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৬৬ জনের। এর মধ্যে পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে ৮ হাজার ৮শ ২৯ জনের।