চুয়াডাঙ্গায় আরও ৫ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গতকাল সোমবার ২০ জনের নমুনা পরীক্ষা করে ৫ জন কোভিড ১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হন। গতকাল আরও ৩৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ল্যাবে প্রেরণ করেছে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ।
চুয়াডাঙ্গায় নতুন শনাক্ত ৫জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭শ ৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬শ ২২ জন। নতুন শনাক্ত ৫ জনের মধ্যে দুজন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসের, একজন দক্ষিণ হাসপাতালপাড়ার বাসিন্দা। ওপর দুজনও চুয়ডাঙ্গা সদর উপজেলার। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালে ৮ জন, বাড়িতে ২৭ জন এ একজন ঢাকায় আইসোলেশনে ছিলেন।
প্রসঙ্গত; এ পর্যন্ত চুয়াডাঙ্গার ৫১ জনের মৃত্যু হয়েছে।