চিনিকল বন্ধের প্রতিবাদে দর্শনায় সুধীজনদের সাথে মতবিনিময়সভা বক্তারা
দর্শনা অফিস: সারাদেশে চিনিকল বন্ধের প্রক্রিয়ায় এগুচ্ছে সরকার। প্রতি বছর চিনিকলগুলোতে মোটা অঙ্কের লোকসানের কারণেই এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। লোকসান কমিয়ে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দেয়ার ব্যবস্থা না করে বন্ধের পথে হাটলে লাখ লাখ শ্রমিক-কর্মচারী পথ বসবে। বাড়বে বেকারত্ব। অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়বে চিনিকল এলাকাগুলো। তাই কোনোভাবেই চিনিকল কারখানা বন্ধ না করার দাবিতে ইতোমধ্যে বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ও আখচাষি ফেডারেশন আন্দোলনে রাজপথে নেমেছে। চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ করতে শুরু করেছে স্ব স্ব এলাকার সুধীজনরাও। দেশের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ ভারী শিল্পপ্রতিষ্ঠান কেরুজ চিনিকলকে যেন কোনোভাবে বন্ধ করা না হয় সে লক্ষে দর্শনায় সুধীজনরা করেছে মতবিনিময়সভা। গতকাল বুধবার সন্ধ্যায় কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান। আলোচনা করেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, সাবেক দর্শনা পৌর মেয়র মহিদুল ইসলাম, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাড. শহিদুল ইসলাম, জাসদের কেন্দ্রীয় নেতা আনোয়ারুল ইসলাম বাবু, ওয়ার্কার্সপার্টি নেতা সৈয়দ মজনুর রহমান, বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান। কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সহসম্পাদক খবির উদ্দিন, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, আব্দুল খালেক, সহসভাপতি ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, জেলা পরিষদের সদস্য মুন্সি সিরাজুল ইসলাম, আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সহসভাপতি ওমর আলী, কবি ও সাহিত্যিক আবু সুফিয়ান, কেরুজ শ্রমিক নেতা ফিরোজ আহমেদ সবুজ প্রমুখ। সভায় বক্তারা বলেন, এ অঞ্চলের অন্যতম অর্থনৈতিক চালিকাশক্তি কেরুজ চিনিকল। এ মিলটি দর্শনার ঐতিহ্য বহন করে আসছে যুগযুগ ধরে। চিনিকলে চাকরি করে যেমন লাখ লাখ শ্রমিক-কর্মচারী জীবিকা নির্বাহ করে থাকে, তেমনি আখচাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে কৃষকরা। কেরুজ চিনিকল বন্ধ করা হলে অর্থনৈতিকভাবে অন্ধকারে নিমজ্জিত হবে দর্শনাসহ আশপাশ এলাকা। তাই কোনোভাবেই এ মিল বন্ধ করতে দেয়া হবে না। চিনিকল বন্ধ ঠেকাতে ২৮ নভেম্বর বেলা ১১টার দিকে দর্শনা রেলবাজার বটতলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।