স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার হাজরাহাটি মাথাভাঙ্গা সেতু নির্মাণ কাজ সম্পন্ন হলেও এলাকাবাসী তার সুবিধা ভোগ করতে পারছে না। ব্রিজের সাথে লিংরোড বা বাইপাস সড়ক নির্মাণ কাজ বন্ধ থাকার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
চুয়াডাঙ্গা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বলেছেন, অবৈধ স্থাপনা গড়ে তোলার কারণে বাইপাস সড়কটির নির্মাণ কাজ বন্ধ রয়েছে। যতো দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হবে, ততো দ্রুতই বাইপাস সড়ক নির্মাণ করা যাবে। এটা সম্পন্ন হলে এলাকার প্রায় ২২টি গ্রামের সাধারণ মানুষ ব্রিজটি ব্যবহার করতে পারবে।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি-শেয়ালমারি খেয়াঘাটে ৬ কোটি ৯ লাখ টাকা ব্যায়ে ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় ২০১৭ সালে। ৯৬ মিটার সেতুটির নির্মাণ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ব্রিজ নির্মাণ হলেও ব্রিজ সংলগ্ন সড়ক নির্মাণ কাজ আটকে থাকার কারণে তা পূর্ণাঙ্গভাবে ব্যবহার করা যাচ্ছে না। এ বিষয়ে এলজিইডি চুয়াডাঙ্গা নির্বাহী প্রকৌশলী অমিতাভ সানা বললেন, ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন হলেও ব্রিজ সংলগ্ন বাইপাস সড়ক নির্মাণ কাজ বন্ধ রয়েছে। কারণ, বাইপাস সড়কের কিছু অংশে অবৈধ স্থাপনা গড়ে তোলার কারণে বাইপাস সড়ক নির্মাণ কাজ বন্ধ রয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। আমরা আশা করছি মাস খানেকের মধ্যেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাইপাস সড়ক নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হবে।