চুূয়াডাঙ্গায় আরও ১৮ জন করোনা রোগী শনাক্ত 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে ৪৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে নতুন ১৬ জনের কোভিড-১৯ পজিটিভ হয়েছে।

চুয়াডাঙ্গা জেলায় নতুন ১৮ জন দিয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২শ ২৫জন। শুক্রবার জেলার আরও ১৪ জন সুস্থ হয়েছেন। এ দিয়ে মোট সুস্থ হলেন ৭শ ১২ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে হাসপাতালে তথা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছে ৪৪ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৪শ ৩৪ জন। শুক্রবার নতুন কারো নমুনা সংগ্রহ করেনি স্বাস্থ্য বিভাগ। এদিন নতুন যে ১৮ জন শনাক্ত হয়েছে তার মধ্যে চুয়াডাঙ্গা সদরে ৪ জন, আলমডাঙ্গা উপজেলায় ২ জন, জীবননগরে ৬ জন, দামুড়হুদা উপজেলায় ৬ জন। আলমডাঙ্গা উপজেলার দুজনই মুন্সিগঞ্জের। দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর ১জন, রামনগরে ১জন, দশমী ১জন, কার্পাসডাঙ্গা ১জন, শ্যামপুর ২জন, জীবননগর উপজেলার উথলীর ২ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন, দৌলতগঞ্জের ১জন, ধোপাখালীর ১জন, শাপলাকলীপাড়ার ১জন। চুয়াডাঙ্গা সদর উপজেলার জলিবিলার ১জন, বোয়ারিয়ার ১জন, হাসপডাতালপাড়ার ১জন ও অপরজনের ঠিকানায় শুধু লেখা রয়েছে সদর উপজেলা। গত বৃহস্পতিবার পর্যন্ত চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জন।

Comments (0)
Add Comment