চুয়াডাঙ্গায় দু’জন সেবিকাসহ আরও ৫জন করোনায় আক্রান্ত

মাথাভাঙ্গা অনলাইন: চুয়াডাঙ্গায় দু’জন সেবিকাসহ আরও ৫জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চুয়াডাঙ্গা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে। এর মধ্যে একজন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, আজ শুক্রবার চুয়াডাঙ্গায় আসা প্রতিবেদন অনুযায়ী নতুন করে আরো ৫জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দু’জন সেবিকা রয়েছেন। আক্রান্ত দুজনের বাড়ি দামুড়হুদা উপজেলায় এবং একজন চুয়াডাঙ্গা পৌর এলাকার শ্বশানঘাট এলাকার বাসিন্দা। তাঁর পরিবারের আরো তিনজন আগে থেকেই করোনা পজিটিভ। তারা একসাথে কিছুদিন আগে ঢাকা থেকে চুয়াডাঙ্গায় আসে। সিভিল সার্জন জানান, দামুড়হুদায় আক্রান্ত দুজনের মধ্যে একজন নারী। তার স্বামীরও কয়েকদিন আগে পজিটিভ রিপোর্ট আসে। অন্যজনের বাড়ি উপজেলার লোকনাথপুর এলাকায়। নতুন আক্রান্ত দুজন নিয়ে চুয়াডাঙ্গায় মোট তিনজন সেবিকা করোনাভাইরাস আক্রান্ত হলেন।

 

Comments (0)
Add Comment