হবিগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চুয়াডাঙ্গার দুজন নিহত

হবিগঞ্জের মাধবপুরে মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। নিহতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাকা ইউনিয়নের  সন্ধ্যা গ্রামের হায়দার আলীর ছেলে আউয়াল মিয়া (৩০) ও রফিকুল ইসলাম (২৬)। বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতে দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক মারা যায়।

 

Comments (0)
Add Comment