সড়কে ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট 

দামুড়হুদার জয়রামপুর কাঁঠালতলায় ডাকাত দলের তাণ্ডব

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জয়রামপুর কাঁঠালতলায় গভীর রাতে গাছ ফেলে প্রায় ঘন্টাব্যাপী তা-ব চালিয়েছে ডাকাতদল। এ সময় সড়কে গাছ ফেলে দুটি ট্রাক গতিরোধ করে নগদ অর্থসহ মোবাইল লুট করে নিয়েছে ডাকাত দলের সদস্যরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটার দিকে। খবর পেয়ে রাতেই দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সড়ক থেকে গাছ সরিয়ে নেয়।

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে দামুড়হুদা-জীবননগর আঞ্চলিক মহাসড়কের জয়রামপুর কাঁঠালতলায় বাজারের সন্নিকটে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটিয়েছে ডাকাত চক্র। এসময় ওই সড়কে একটি মাঝারি সাইজের গামারী গাছ ও একটি খেজুর গাছ কেটে সেটা দিয়ে ব্যারিকেট দেয় ডাকাত দলের সদস্যরা। ওই সময় ডাকাতির কবলে পড়ে একটি আমের পিকাপ ও বালু বোঝাই ট্রাক। এসময় সড়ক দিয়ে চলাচলরত দুটি ট্রাক আটকিয়ে ড্রাইভার-হেলপার ও ট্রাকে থাকা আম ব্যাবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল নিয়ে নির্বিঘেœ পালিয়ে যায়।

এদিকে, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে কাঁঠালতলা বাজারের নিচে স্থানীয় একটি পাট ক্ষেত থেকে ডাকাতি হওয়া একটি মোবাইল ফোন, বিভিন্ন প্রকার কাগজপত্র ও কাঁচামালের আড়তের রশিদ, একটি ব্লুটুথ হেডফোন ও একটি নরমাল হেডফোন, একটি টুপি, একটি মানিব্যাগ, আতর, ব্রাশ, সেন্ড, একটি স্কুল ব্যাগ ইত্যাদি জিনিসপত্র ফেলে যাওয়া মালামাল উদ্ধার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। ওই রাতেই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সড়ক অবমুক্ত করে দেয় দামুড়হুদা মডেল থানা পুলিশ।

ডাকাত দলের কবলে পড়া জীবননগরের ট্রাকের ড্রাইভার পিনু বলেন, আমি প্রথমে মনে করি ঝড়ে গাছ পড়ে গেছে, তাই বাম সাইডে চলে যায় কিন্তু বাম দিকে ঢুকিয়ে দেখি খেজুর গাছের গুড়ি তারপর ট্রাকের চাকা আটকিয়ে যায়। সাথে সাথে দুজন আমার কাছে এসে একটি মোবাইল ও দেড় হাজার জোর পূর্বক কেড়ে নেয়। আমার সাথে থাকা হেলপারের কাছ থেকেও ২ হাজার টাকা কেড়ে নেয়। আমাদের কাছ থেকে লুট করে চলে যাওয়ার সময় আরেকটি ট্রাক চলে আসে যার নং- (যশোর ট ১১-১২৯১)। তাদেরকে ব্যারিকেড দিয়ে টাঙ্গাইল জেলার আম ব্যবসায়ী মাসুমকে বাটাম দিয়ে বাম হাতের সজোরে আঘাত করে স্কুলব্যাগে থাকা ৩ হাজার টাকা ও একটি এনড্রোয়েড ফোনসহ তার নিকট থাকা একটি জামাকাপড়, ট্রাকের ড্রাইভার হাকিমের কাছ থেকে নগদ ২ হাজার টাকা ও একটি এনড্রোয়েড ফোন কেড়ে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

এ বিষয়ে কাঁঠালতলা বাজারের নাইটগার্ড কওসার আলী বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে কাঁঠালতলা বাজারে মোটরসাইকেল সার্ভিসিংয়ের মিস্ত্রি মিস্টার মাছ শিকারের জন্য বের হলে কাঁঠালতলা বাজার থেকে ৫০০ গজের অদূরে ডাকাতির ঘটনা প্রথম দেখতে পান। মিস্টার এসে আমাকে এবং অপর নাইটগার্ড সাহাবুলকে জানান। তখনই সাহাবুল পুলিশের কাছে ফোন করে। সাথে সাথে পুলিশ চলে আসে। এ সময় দর্শনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দর্শনা ডিলাক্স এবং একটি ট্রাক এলে আমি তাদের সিগনাল দিয়ে থামিয়ে দিই। পুলিশ এসে রাস্তা ক্লিয়ার করলে স্বাভাবিক চলাচল শুরু হয়।

দামুড়হুদা মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, দামুড়হুদার জয়রামপুর কাঁঠালতলা সড়কে গাছ ফেলে দুটি ট্রাকের গতিরোধ করে এই ঘটনা ঘটিয়েছে দুজন দুষ্কৃতকারী। রাতেই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে পুলিশের তৎপরতা বুঝতে পেরে বড় ঘটনা ঘটাতে পারেনি তারা। ওই সময় দুজনের কাছ থেকে নগদ টাকা ২৪শ টাকা, ২টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছিলো। সকালে পার্শ্ববর্তী পাটক্ষেত থেকে একটি মোবাইল ফোন ও কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ইতোপূর্বেও একই স্থানে আরও কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল জোরদার করার দাবি করেছেন সচেতন মহল।

 

Comments (0)
Add Comment