স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে এ দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। এদিকে, সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আবু তালেব বিশ্বাস, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন চন্দন, উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, নির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম, কৃষক লীগের সাবেক সভাপতি আজিজুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি এবিএম জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুল ইসলাম চন্দন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবীর, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক জিএস রাশেদুজ্জামান বাকী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহাবুল হোসেন, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, দপ্তর সম্পাদক রিমন ম-ল, সাবেক কলেজ ছাত্রলীগ নেতা বাপ্পী, রাজু, সেলিম, জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা খাতুনসহ জেলা মহিলা আ.লীগ নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগন। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন চুয়াডাঙ্গা পৌর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ হোসাইন। একই সাথে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহোদর শেখ কামালের জন্মদিন উপলক্ষেও দোয়া করা হয়।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল এমপি ছেলুন জোয়ার্দ্দার চিকিৎসার উদ্দেশ্যে ভারতের দিল্লি যান। সাথে রয়েছেন তার অনুজ জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গত ১৮ এপ্রিল দিল্লির রাজেন্দ্রনগরে মাল্ট্রি স্পেশালিটি হসপিটাল স্যার গঙ্গারাম হাসপাতালে এমপি ছেলুন জোয়ার্দ্দারের অপারেশন সম্পন্ন হয়। বর্তমানে তিনি হাসপাতাল ছেড়ে হোটেলে অবস্থান করছেন। এখন সুস্থ রয়েছেন। আগামীকাল শনিবার দিল্লি থেকে বিমানযোগে ঢাকায় অবতরণ করতে পারেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এরপর শারীরিক পরিস্থিতি বুঝে চুয়াডাঙ্গায় ফিরবেন। তবে চুয়াডাঙ্গায় কবে নাগাদ ফিরবেন তা গতকাল পর্যন্ত নিশ্চিত করে জানা সম্ভব হয়নি।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের দ্রুত সুস্থতা কামনায় চিৎলা ইউনিয়ন আ.লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চিৎলা ইউনিয়ন আ.লীগের সভাপতি খন্দকার আব্দুল বাতেন এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা আনোয়ার হোসেন। দোয়া ও ইফতার মাহফিলে চিৎলা ইউনিয়ন আ.লীগের সভাপতি খন্দকার আব্দুল বাতেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল হক, তথ্য ও গবেষণা সম্পাদক সোহেল শাহ, ইউনিয়ন আ.লীগ নেতা শমসের আলী, মনিরুজ্জামান, সোবহান আলী, রজব আলী, আব্দুল মালেক, জুলফিকার আলী, একরামুল কবির, আতিয়ার রহমান, আতাউর রহমান, মোখলেছুর রহমান, মহসিন আলী, মজিবর রহমান, সাইদ হোসেন, শাহাবুুল হক, তৌহিদ হোসেন, মতিয়ার রহমান, মুছা শাহ, রফিকুল ইসলাম, চাষি স্বপন, কুদ্দুস, আবুল কাশেম, মোসলেম ম-ল, রবি, শফিউদ্দিন, খাইবার আলী, মনোয়ার উদ্দিন, আবুল হোসেন, লাল্টু মিয়া, আব্দুল্লা, সাগর মিয়া, জাহিদ হোসেন, আফছার আলী, জাকির হোসেন জানু প্রমুখ। দোয়া অনুষ্ঠানের পর কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার মুন্সিগঞ্জ হাফেজিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানউজ্জামান হান্নান, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কুতুবউদ্দিন, মাদরাসার হাফেজ আবু তালেব, হাফেজ আরশাদ আলী, আওয়ামী লীগ নেতা আবু তাহের, আবুল কালাম, তরিকুল, আলম, রতন শুভ, মিলটন, আকাশ, জুয়েল প্রমুখ।