দর্শনা অফিস: দীর্ঘ ১৭ বছর পর আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে দামুড়হুদা উপজেলা আ.লীগের সম্মেলন। সকাল ১০ টার দিকে দর্শনা অডিটেরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার বিকালে দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেমন এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে, তেমনই দলকেও করা হচ্ছে আরো শক্তিশালী। পর্যায়ক্রমে ছাত্রলীগ, যুবলীগ ও আ.লীগসহ দলের অঙ্গ সংগঠনের কমিটি গঠন চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় দামুড়হুদা উপজেলা আ.লীগের কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলন। এ সম্মেলন সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে দলের বৃহত্তর স্বার্থে নিজের স্বার্থ জলাঞ্জলী দিয়ে দলকে আরো শক্তিশালী করতে হবে। সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সিরাজুল আলম ঝন্টু। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান মঞ্জু, দর্শনা পৌর আ.লীগের সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, পৌর আ.লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এএসএম জাকারিয়া আলম, কামাল উদ্দিন, সোহরাব হোসেন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, আ.লীগ নেতা হাবিবুল্লাহ বাহার, আবু সাঈদ খোকন, আতিয়ার রহমান হাবু, শাহ এনামুল করিম ইনু, জিয়াবুল হক প্রমুখ। উপজেলা আ.লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল হক। বিশেষ অতিথি চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, সহসভাপতি হাজি আলী আজগার টগর এমপি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদসহ জেলা ও উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ।