স্টাফ রিপোর্টার: ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যকে ধারণ করে সোমবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সরকারি বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনগুলো নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রা। বিভিন্ন সমাবেশ থেকে দাবি ছিলো শ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরি শতভাগ নিশ্চিত করা, সহিংসতা বন্ধ, শ্রমিকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম আইন সংশোধন, কলকারখানায় অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার, কলকারখানায় প্রস্তাবিত জরুরি পরিষেবা আইন বন্ধ করা ইত্যাদি।
চুয়াডাঙ্গায় দিবসটি উপলক্ষে সোমবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় সেখান থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি সাহিত্য মঞ্চে এসে শেষ হয়। পরে ডিসি সাহিত্য মঞ্চে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজালুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক রিপন ম-ল, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা সদর উপজেলা শ্রমিক ও চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্রাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর রশিদ, জেলা জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি আব্দুস ছালাম (বিএডিসি) ও আব্দুস ছালাম (পোস্ট অফিস), যুগ্ম-সাধারণ সম্পাদক কাছেদ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, জেলা ট্রাক ট্রাংক লরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম, বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট ও মিস্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল শেখ, জেলা শ্রমিক লীগের সহসভাপতি মনিরুল ইসলাম, যুগ্মসম্পাদক নজরুল ইসলাম, মিরাজুল ইসলাম নান্টু, বিএডিসি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নিজাম উদ্দীন, আন্তঃজেলা ট্রাক ট্রাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মুনতাজ আলী, সদর উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি টোকন মিস্ত্রি, বিএডিসি শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিম, জেলা জাতীয় শ্রমিক লীগের সহসাধারণ সম্পাদক আরিফ হাসান, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দামুড়হুদা উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর কাদির, সাধারণ সম্পাদক শওকত আলী, চুয়াডাঙ্গা জেলা ট্রাক ট্রাংকলরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ শেখ, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল আক্তার, চুয়াডাঙ্গা রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল কালাম, বিএডিসি শ্রমিক নেতা আব্দুল মমিন, মাইক্রোস্টান্ড শ্রমিক লীগের যুগ্মসম্পাদক রানাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, চুয়াডাঙ্গায় অরিন্দম, সংলাপ ও উদীচী জেলা সংসদ সম্মিলিতভাবে মে দিবস পালিত হয়েছে। সোমবার বিকেলে ৫টায় একটি সম্মিলিত শোভাযাত্রা বের করে শহরের চৌরাস্তা মোড় প্রদক্ষিণ করে। এরপর জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মো. আলাউদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংলাপ সাংস্কৃতিক জোটের সভাপতি নজির আহমেদ, অরিন্দম চুয়াডাঙ্গার সহ-সভাপতি আব্দুল মোমিন টিপু, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক আদিল হোসেন। এছাড়া বক্তব্য রাখেন অরিন্দমের নির্বাহী সদস্য আলাউদ্দীন উমর, উদীচীর দপ্তর সম্পাদক বিপ্লব ডোম, উদীচী ডিঙ্গেদহ শাখার সহ-সভাপতি আব্দুস সাত্তার, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব। এসময় ইতিহাসের উদ্বৃতি দিয়ে বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের মুক্তির সাথে সাংস্কৃতিক আন্দোলন ওতপ্রোতভাবে জড়িত, তাই মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান। এছাড়া দিবসটি উপলক্ষে কবিতা আবৃত্তি করেন অরিন্দম কার্যনির্বাহী সদস্য হারুন-অর রশীদ, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক। গণসঙ্গীতে অংশ নেয় উদীচীর শাওন কুমার রায়, আদিল হোসেন, রকিবুল হাসান, অরিন্দমের হিরন-উর রশীদ শান্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরিন্দম-চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকত।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা জাকজমকপূর্ণ নানা আয়োজনে ঐতিহাসিক মহান মে দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৮টায় চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক, পরিবহণ, ট্যাংক, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখা কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস কোচ শ্রমিক ইউনিয়ন(৫৯৫)’র আলমডাঙ্গা শাখা ও চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক, ট্রাংকলরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (১৮৯৫) খুলনার আয়োজনে র্যালি পরবর্তী আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক মহান মে দিবস পালনে সকল সহযোগিতা করেন আলমডাঙ্গা আঞ্চলিক মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী। আলোচনা সভায় শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও আন্তঃজেলা ট্রাক, ট্রাংকলরি শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার সভাপতি আব্দুল মালেকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাবেক শ্রমিক নেতা সিরাজুল ইসলাম, শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, আমিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন, সাঈদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক আদর, কোষাধ্যক্ষ সাহাবুল ইসলাম, আন্তঃজেলা ট্রাক, ট্রাংকলরি শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লিটন, সহ-সভাপতি ইছাহক আলী, শহিদুল ইসলাম ইপি, মিলন আলী, যুগ্ম-সম্পাদক সেন্টু মিয়া, সাইদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজু, প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সদস্য কিপাতুল্লাহ বাবা, আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম, রবিউল ইসলাম, সদস্য স্বপন আলী, আব্দুল হান্নান, রুবেল ইসলাম ভুলা, হাসান আলী প্রমুখ। বাদ আছর বাস টার্মিনালে প্রয়াত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জীবননগর ব্যুরো জানিয়েছে, মহান মে দিবস জীবননগরে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচানাসভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা শ্রমিক ইউনিয়নের প্রথম ৩টি কার্যালয় হতে এ র্যালি বের করা হয়। পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ৫৯৫ জীবননগর শাখা কার্যালয়ের সভাপতি আবুল কাশেম ঝড়– ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজা, চুয়াডাঙ্গা জেলা ট্রাক-ট্যাংক লরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ৯৫৭ জীবননগর শাখা কার্যালয়ের সভাপতি মেহের আলী ও সাধারণ সম্পাদক নবীনূর রহমান এবং চুয়াডাঙ্গা জেলা ট্রাক ও ট্যাংক লরী শ্রমিক ইউনিয়ন ১৮৯৫ জীবননগর শাখা কার্যালয়ের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল হালিমের নেতৃত্বে এ র্যালি বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে আলোচনাসভা ও শ্রমিক সদস্যদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয় বলে জানা গেছে।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস মহান মে দিবস পালন করা হয়েছে। সোমবার সকাল ৮টায় জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয় শাখার আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন খশরুর নেতৃত্বে কার্পাসডাঙ্গা বাজারে একটি র্যালি বের করে শ্রমিক নেতৃবৃন্দ। র্যালি শেষে কাস্টমমোড় অফিস প্রাঙ্গনে সংগঠনের সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আব্দুল হাই মেম্বার, নিউ মর্ডান পরিবহনের ম্যানেজার জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. সুলতান, বর্তমান সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুল করিম, সদস্য জয়নাল আলী, শ্রমিক নেতা মো. বাবু, সিদ্দিক ড্রাইভার, মামুন, হাফিজুর রহমান, জহরুল ড্রাইভার, ইউনুচ আলী, মুনছুর মিস্ত্রী, সোয়েব, সলেমান, মনি, তারিক, লতিফ, হাফিজ, রাসেল, নজরুল ইসলাম, ইক্তার, মুক্তার, বাবুল ম-লসহ শ্রমিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নিউ মর্ডান পরিবহনের ম্যানেজার জাকির হোসেন। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মাও. সাইফুল ইসলাম।
মেহেরপুর অফিস জানিয়েছে, নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি পালন উপলক্ষে গত সোমবার সকাল ৯টায় মেহেরপুর পুরাতন বাসস্ট্যান্ডের সামনে থেকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালির নেতৃত্ব দেন মেহেরপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানসহ শ্রমিক ইউনিয়নের সদস্যরা র্যালিতে অংশ নেন।
এদিকে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেলের দিকে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম রকেট, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। এদিকে মহান মে দিবস উপলক্ষে এর আগে একটি মিছিল বের করা হয়। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে মিছিলটি মেহেরপুর শহরের কাথুলী বাসস্ট্যান্ড থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এদিকে দিবসটি পালন উপলক্ষে মেহেরপুর জেলা রং শিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালির আয়োজন করা হয়। এদিন সকালের দিকে মেহেরপুর জেলা রং শিল্পী শ্রমিক ইউনিয়ন কার্যালয় সামনে থেকে র্যালিটি বের করা হয়। মেহেরপুর জেলা রং শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ানের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক নুরনবী, কোষাধ্যক্ষ সজল আহমেদ, নির্বাহী সদস্য মিয়ারুল ইসলাম, রফিক উদ্দিন, সাইফুদ্দিন, পটল মিয়া, রমজান আলী, আব্দুল খালেক, মহিবুল ইসলাম, সুমন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে মহান মে দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন রাতে মেহেরপুর সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান মতি। অন্যান্যের মধ্যে সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, ওজোপাডিকো শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম প্রমুখ। পরে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে বিভিন্ন সংগঠন। সোমবার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে শ্রমিক দিবস পালন করছেন বিভিন্ন সংগঠনের শ্রমিকরা। সকাল ১০টার দিকে গাংনী কাঁচা বাজার থেকে একটি শোভাযাত্রা বের করে গাংনী উপজেলা (পাইপ, স্যানেটারি ও ইলেকট্রিশিয়ানসহ অন্যান্য) নির্মাণ শ্রমিক ইউনিয়ন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রমিকদের অধিকারের বারতা দিয়ে শেষ হয়। পরে কাঁচা বাজারে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। গাংনী উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ ও পৌর কৃষক লীগ সভাপতি বদরুল আলম। বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক শামীম রহমান ও কোষাধ্যক্ষ আতিকুর রহমান পলাশসহ সংগঠনের নেতৃবৃন্দ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের মুজিবনগর উপজেলা রং-তুলি শ্রমিক ইউনিয়নের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার সকালের দিকে উপজেলা রং তুলি শ্রমিক ইউনিয়ন অফিস প্রাঙ্গণে দিবসটি পালন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মুজিবনগর উপজেলা রং তুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল রানা মোল্লার নেতৃত্বে মোনাখালী বাজার থেকে একটি র্যালি বের হয়ে দারিয়াপুর কদমতলা প্রদক্ষিণ করে পুনরায় মোনাখালী বাজারে এসে শেষ হয়। এসময় রংতুলি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শাকিল আহাম্মেদ সাব্বির। কার্যনির্বাহী পরিষদ সদস্য আজহারুল ইসলাম , ফারুক হোসেন ও জহিরুল ইসলামসহ উপজেলার সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।