স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে এ কথা জানান তিনি। এ সময় সামসুল আবেদীন খোকন বলেন, গতবার আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করি; সেজন্য আমি অনুতপ্ত। সেটা যে দলের বিপক্ষে যাবে আমার জানা ছিলো না। দলীয় সমর্থন না পেয়ে এবারও আমি অন্যান্যদের দেখাদেখি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ছিলাম। কিন্তু কেন্দ্রীয় নেতা ও চুয়াডাঙ্গা আওয়ামী লীগের সভাপতি আমাদের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিসহ দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা করার পর প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জেলা আওয়ামী লীগ নেতা সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, জেলা শ্রমিক লীগ সভাপতি আফজালুল হক বিশ্বাস, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, কৃষক লীগ নেতা মাসুম, জেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ আল হোসেন দিপক, শরীফ হোসেন দুদু, সাজ্জাদুল ইসলাম স্বপন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা তানিম হাসান তারেক, মো. ফিরোজ জোয়ার্দ্দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।