স্টাফ রিপোর্টার: দর্শনা অকন্দবাড়িয়ার লাল্টু মিয়াকে আটক করেছে র্যাব। গত শনিবার রাতে তাকে আটক করা হয়। র্যাব এ তথ্য জানিয়ে বলেছে, আটকের সময় তার নিকট তেকে একটি ওয়ান শুটারগান, দুটি মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। মামলাসহ রোববার চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল শনিবার রাতে অভিযান চালায় ডিঙ্গেদহ- হিজলগাড়ি সড়কের জালশুকা নামক স্থানে। র্যাব’র উপস্থিতি দেখে পালানোর চেষ্টা করে লাল্টু (২৭)। সে আকন্দবাড়িয়া গ্রামের মো. আব্দুল হান্নানের ছেলে। তার নিকট থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটার গান ও ২টি মোবাইলফোন সেট। আগ্নেয়াস্ত্র পাচার করে কোথায় নিয়ে যাচ্ছিলো সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। মামলাসহ তাকে চুয়াডাডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।