আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। রোববার বিকেলে আলমডাঙ্গার দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী ২১ মার্চ আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, দীর্ঘদিন পর আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন যেন সার্থক হয়, সে জন্য সকলকে আন্তরিকভাবে সচেষ্ট থাকতে হবে। এ সম্মেলনের মাধ্যমে যিনি বা যারা নেতৃত্বে আসবেন, তারা যেনো গণমানুষের নেতা হয়ে আসেন। তার নেতৃত্ব যেনো গণমানুষের হয়। মানুষের প্রত্যাশা যাতে পূরণ হয়। সে ব্যাপারে সচেতন থাকতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সহসভাপতি আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, চুয়াডাঙ্গা সদর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু মুসা, সাবেক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি বিশ্বজিৎ সাধুখাঁ, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, মাহমুদুল হাসান চঞ্চল, তরিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের দফতর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, প্রচার সম্পাদক মিজানুর রহমান রিপন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক মোল্লা কামরুজ্জামান শামীম, বাড়াদি আওয়ামী লীগ সভাপতি মকবুল, কালিদাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক জেলা যুবলীগ নেতা আব্দুল কাদের, টুটুল, যুবলীগ নেতা সাজ্জাদুল ইসলাম খান স্বপন, মকলেছ, সৈকত খান, আওয়ামী লীগ নেতা অ্যাড. মোখলেছুর রহমান, মহসিন কামাল, আব্দুর রশিদ, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সম্পাদক নাহিদ হাসান তমাল, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা রকি, সাকিব, টিটন, অটল, অন্তর, সৈকত, রঞ্জু প্রমুখ।
ডেস্ক/ইউএম/০৬১০