ডেস্ক নিউজ:
ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে লিখন হোসেন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়কের খালিশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিখন হোসেন (১৭) চুয়াডাঙ্গা জেলার জীবননগর পৌরসভার রাজনগর পাড়ার মিলন হোসেনের ছেলে।
মহেশপুর থানার ওসি মো. সেলিম মিয়া বলেন, ‘সকালে চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার রাজনগর পাড়ার লিখন হোসেন মোটরসাইকেল যোগে কোটচাঁদপুর যাচ্ছিল। পথে খালিশপুর তেল পাম্পের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত লিখন জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।’