মেহেরপুর অফিস: মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর সংখ্যা ৬৪ জন। নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে ৪ জন মেহেরপুর সদর উপজেলা ও একজন গাংনী উপজেলার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ২১ জনের ফলাফল মেহেরপুর পৌঁছে। যার মধ্যে ৫ জনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৩ হাজার ৭৬৮ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৫৩৫ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৪৫৭ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ২৪৬ জন, গাংনী উপজেলায ১৬৮ জন এবং মুজিবনগর উপজেলায় ৪৩ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৪ জন। বাকি চিকিৎসাধীন ৬৪ জনের মধ্যে সদরে ২৭ জন, গাংনীতে ২৬ জন এবং মুজিবনগরে ১১ জন রয়েছেন। মারা যাওয়া ১৪ জনের মধ্যে সদর উপজেলার ৭ জন, গাংনী উপজেলার ৬ জন এবং মুজিবনগর উপজেলার একজন রয়েছেন।