স্টাফ রিপোর্টার: মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে শরিফুল ইসলাম (৪০) নামে এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রায়পুর হাতিকাটা মাঠে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। হত্যাকা-ে নিহত শরিফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের বাবর আলীর ছেলে।
স্থানীয় কাবুল মেম্বর জানান, তিন বছর আগে বিদেশে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে আকছেদ আলীর ছেলে মো. এনামুল হক ওরফে খোকনের সঙ্গে শরিফুলের শত্রুতা তৈরি হয়। এরপর শরিফুল দুবাইয়ে চলে যান। গত দুই মাস আগে শরিফুল দেশে ফেরেন। বৃহস্পতিবার বিকেলে শরিফুল মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। পথে প্রতিপক্ষ এনামুল কৌশলে শরিফুলকে হাতিকাটার মোড়ে ডেকে নিয়ে যান। সেখানে তাকে আরও কয়েকজনসহ হেঁসো দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা শরিফুলকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনার পরপরই মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন ও সদর থানার ওসি সাইফুল ইসলামসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে এনামুল হক খোকন নামে এক ব্যক্তি ধারালো হেঁসো দিয়ে শরিফুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করার চেষ্টা চলছে।