মেহেরপুরে নতুন করে ২৩ করোনা রোগী শনাক্ত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। জনসাধারণ মানছে না কোনো নিয়ম। জেলায় নতুন করে আরও ২৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২১ জন সদর উপজেলার ও দুজন গাংনী উপজেলার বাসিন্দা। গতকাল বুধবার রাতে এ সকল নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে।
সিভিল সার্জন কার্যালয়সূত্র জানায়, জেলার ৫০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এর মধ্যে ২৩ জন পজেটিভ আর নেগেটিভ ২৭ জন। এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেয়া হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮১ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন সদর উপজেলায়।
সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন বলেন, মেহেরপুরে করোনার বিস্তার বেড়ে চলেছে। তাই করোনার বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলাবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।

 

Comments (0)
Add Comment